Videos

আতঙ্ক নয়, সতর্কতা দিয়েই করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে।

লক্ষণসমূহঃ জ্বর,কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা। সংক্রমণঃ কাশি, হাঁচি, হাত মেলানো বা আলিঙ্গন, সংক্রমিত বস্তু, প্রাণীর সংস্পর্শ। প্রতিরোধঃ নিয়মিত সাবান দিয়ে ভালো করে ধুয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করি। মাস্ক ব্যবহার করি। মুখ, নাক ও চোখে হাত না দেই। হাত মেলানো ও আলিঙ্গন করা থেকে বিরত থাকি। কাশি বা হাঁচি দেয়ার সময় কনুই অথবা টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখি। জনবহূল এলাকা এড়িয়ে চলার চেষ্ঠা করি। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেই। আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করে আসলে এবং জ্বর, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্ট অনুভব করলে যোগাযোগ করুণ হটলাইন নম্বরগুলো হলো: ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *